গাজোল

ছট পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী কালী দিঘীতে চলল সাফাই অভিযান

 

আসন্ন ছট পুজোকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী কালী দিঘী পুকুরে চলল সাফাই অভিযান। গাজোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঐতিহ্যবাহী কালী দিঘীতে শুরু হয়েছে পরিষ্কার করার কাজ।

    সোমবার সকাল থেকেই গাজোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একাধিক শ্রমিক লাগিয়ে সাফাই অভিযান চলে। বিগত দিনে দুর্গাপুজো কালীপূজোর পর বিসর্জন হয়েছিল এই পুকুরে। সেই সব কাঠামোগুলোকে জল থেকে তুলে নেওয়া হয় এদিন। পাশাপাশি ঘাটের ধারে যারা ছট করবেন তাদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো ছট পুজোর আগে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার ভোরে ছট পুজো করতে আসবেন ছট ভক্তরা। প্রতিবছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নেয় গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েত।